তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

আদিবা তাবাসসুম

দরুদ পড়ি

- Advertisement -

এমন একটা দিন কাটেনা
পড়ে না যে মনে
তাইতো আমি দরুদ পড়ি
নবি তোমার সনে।
এমন কোনো রাত কাটে না
তোমায় ভাবনা ছাড়া
প্রিয় নবি তোমার জন্য
এ মন পাগলপারা।
তেমন কিছু চাইনা আমি
চাই যে তোমার দেখা
স্বপ্নে হলেও তোমায় দীদার
থাকুক ভাগ্যে লেখা।
মনের মাঝে সদাই তোমায়
ভাবি প্রতি ক্ষণে
তাইতো আমি দরুদ পড়ি
নবী তোমার সনে।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ