Home ২য় লীড ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সাংসদ সাইফুল ইসলাম শপথ নিলেন

ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সাংসদ সাইফুল ইসলাম শপথ নিলেন

0

স্টাফ রিপোর্টার : ঢাকা-১৯ সাভার ও আশুলিয়ার এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে স্বতন্ত্র প্রার্থীদের সাথে তিনি এ শপথ গ্রহণ করেন।

এসময় তাদের শপথ বাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাকা মার্কা) ৮৪ হাজার ৪১২ ভোট পেয়ে সংসদ সদস্য হিসেবে জয়ী হন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। তার নিকটতম দুই হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি তালুকদার মো: তৌহিদ জং মুরাদ (স্বতন্ত্র) ঈগল প্রতীক পেয়েছেন ৭৬ হাজার ২০২ ভোট এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান (নৌকা) পেয়েছেন ৫৬ হাজার ৩৬১ ভোট।

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version