সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে মাসিক আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃংখলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিংগাইর উপজেলা চেয়ারম্যান আলহ্জ্ব মুশফিকুর রহমান খান হান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বলধারা ইউপি চেয়ারম্যান হাজি আব্দুল মাজেদ খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান- মো. রমজান আলী, মো. শওকত হোসেন বাদল, মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া, আবুল হোসেন, সাংবাদিক মাসুম বাদশাহ প্রমুখ।
এ সময় জনপ্রতিনিধি ও উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইন-শৃংখলা সভায় মাদক, বাল্য বিবাহ, পারিবারিক অনুষ্ঠানে বিনোদনের নামে শব্দ দূষণ করে ডিজেগান বাজানো ও ওয়াজ মাহফিল বা অনুষ্ঠানের নামে রাস্তায় শিশুদের দিয়ে টাকা তোলা বন্ধে ব্যবস্থা ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলা হয়।