রংপুরের কাউনিয়ায় চিরকুটসহ সুরমা খাতুন (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার চিলমারীটারী এলাকার নিজ বাড়ি থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
এসময় লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা ছিলো, ‘আমার জন্য সবাই দোয়া করিও। আমাকে সবাই ক্ষমা করিও ।’ নিহত সুরমা খাতুন চিলমারীটারি গ্রামের সহিদুল ইসলামের মেয়ে। সে মীরবাগ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে নিহতের মা অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় মেয়ের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে।
নিহতের মা দোলেনা বেগম বলেন, রাতে সুরমা আমাকে বলে, রেজাল্ট ভালো না হলে আমার ওপর রাগ করো না।
কাউনিয়া থানার ওসি (তদন্ত) ফরহাদ মন্ডল বলেন, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছি। পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।