তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

ষড়যন্ত্রকারীদের সম্মিলিতিভাবে প্রতিহত করা হবে : জামায়াতের ঢাকা জেলা নায়েবে আমীর

- Advertisement -

আশুলিয়া প্রতিনিধি : বিভিন্ন ইস্যু তৈরি করে দেশকে যারা অস্থিতিশীল করতে নানাভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করবে সম্মিলিতভাবে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ। আজ শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে আশুলিয়ার ফ্যান্টানী কিংগম সংলগ্ন জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইয়ারপুর ইউনিয়ন জামায়াতে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

ইয়ারপুর ইউনিয়ন জামায়াতে আমীর আব্দুর রউফ মিয়া সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা জামায়াতের আইন আদালত ও প্রশাসন বিষয়ক সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম, আশুলিয়া থানা আমীর অধ্যক্ষ বশির আহম্মদ। অন্যান্য অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির আশুলিয়া থানার সভাপতি মাসুম বিল্লাহ। আরো বক্তব্য রাখেন ফয়জুল ইসলাম, আব্দুল খালেক, আব্দুল মজিদ, আলী আকবর, আল আমিন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাহবুবুল আলম।

প্রধান অতিথি মাওলানা আব্দুর রউফ বলেন, সমাজ পরিবর্তনের মহান কাজ সেই কাজ জামায়াতে ইসলামী একা করতে পারবে না। এ কাজে সবার সহযোগিতার প্রয়োজন হবে। তিনি বলেন দেশের সব শ্রেণিপেশার মানুষকে সাথে নিয়েই আগামী দিনে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী কাজ করবে। তবে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের চিহ্নিত করতে হবে এবং সম্মিলিতভাবেই তাদের প্রতিহত করতে হবে।

এডভোকেট শহিদুল ইসলাম বলেন, দেশে সৎ ও যোগ্য লোকের শাসন কায়েম করতে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। দেশের প্রায় সব লোকজনই এখন একথা অকপটে স্বীকার করে যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগে যারাস জামায়াতের বিরোধিতা করেছে তারাও এখন এই দলের নীতি আদর্শ এবং কর্মসূচীর প্রতি আকৃষ্ট হচ্ছে।

বশির আহমেদ বলেন, গত ৫ আগস্টের পর দেশের শাসন ক্ষমতায় আকঁড়ে থাকা ১৫ বছরের স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদের ভেদাভেদ ভুলে ঐক্যবব্ধ হয়ে এই দেশকে গড়তে হবে। তিনি বলেন আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে জামায়াতে ইসলামী । আর সেই অভিযাত্রায় আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে এবং যে যার দায়িত্ব থেকে ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে আব্দুর রউফ মিয়া বলেন, আগামী দিনের সুর্যদয় যেমন সত্য, তেমনি আগামী দিনে এদেশে ইসলামের বিজয়ও তেমনি সত্য। তিনি বলেন জামায়াতে ইসলামী যেভাবে নতুন নতুন কর্মসূচীর মাধ্যমে দেশের অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এর মাধ্যমে মানুষের আস্থা আর ভরসার জায়গায় স্থান করে নিয়েছে জামায়াতে ইসলামী। উল্লেখ্য জামায়াতের কর্মী সম্মেলনে ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে ব্যানর ফেস্টুন নিয়ে দুপুরের পর থেকেই কয়েক হাজার কর্মী সমর্থক ও সাধারণ জনগণও সম্মেলনে উপস্থিত হয়।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ