লাইফস্টাইল ডেস্ক : শীত প্রায় চলেই এসেছে। এরই মধ্যে অনেকেই শীতের পোশাক পরা শুরু করেছেন। যদিও উলের সোয়েটার পরার মতো ঠান্ডা এখনও পরেনি ঠিকই, তবে হুডি, ডেনিম জ্যাকেট কিংবা ওভারকোট পরে শীত পোহাচ্ছেন অনেকেই। হাল ফ্যাশনে ওভারকোটের হাইপ তুঙ্গে। শর্ট, মিডি কিংবা লং ওভারকোট বেছে নিচ্ছেন অনেক নারী-পুরুষ।
এর সঙ্গে জ্যাকেট, কো-অর্ডের চাহিদাও আছে। হালকা শীতে সুতির হুডি জ্যাকেট নয়তো ডেনিম জ্যাকেটই উপযুক্ত। এমন পোশাকে গায়ে শীতের হিমেল বাতাস যেমন লাগবে না, তেমনই স্টাইলিংও হবে। তাই ফ্যাশনেবল হয়ে উঠতে এই শীতে এক-দুটো হুডি জ্যাকেট রাখতেই হবে কালেকশনে।
ডেনিম প্যান্টের সঙ্গে এ ধরনের জ্যাকেট দেখতে বেশ লাগবে। ডেনিম জ্যাকেটও এ বছর ট্রেন্ডিংয়ে। ট্যাংক টপের উপরে এ ধরনের জ্যাকেট পরলে বেশ সুন্দর লাগে।
তবে শীতের ফ্যাশনে ‘রং’ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পোশাক বেছে নেওয়ার সময়ে রঙের দিকে খেয়াল রাখতে হবে। কালো, গ্রে, অফ হোয়াইট কালারের শীত পোশাকের চাহিদা সবচেয়ে বেশি।
শীতে কো-অর্ড পোশাকগুলোর চাহিদাও অনেক। এক্ষেত্রে ব্লেজার সেট, ভেলভেটের শার্ট প্যান্ট বা টপস-পালাজো বেশ জনপ্রিয়। ফুল স্লিভ টপ ও ফ্লেয়ার প্যান্টের কো-অর্ড সেট এই শীতে ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে, তাই এমন একটি আউটফিট সেট আপনার সংগ্রহে থাকা চায়।
কোথায় মিলবে সস্তায়?
উইন্টার ফ্যাশনের ট্রেন্ডিং আউটফিট এখন অনলাইনে ও মার্কেটে পেয়ে যাবেন। অনলাইন থেকে পছন্দের শীত পোশাকটি কেনার আগে অবশ্যই তার ফেব্রিক্স, রং ও মাপ জেনে বুঝে তবেই কিনবেন। আর বাজেটের মধ্যে কিনতে একই পোশাক বিভিন্ন ওয়েবসাইটে বা পেইজে ঘুরে ঘুরে দেখতে পারেন।
তবে যেখান থেকে যে পোশাকটিই কেনেন না কেন কোয়ালিটি যাচাই করতে ভুলবেন না। চাইলে নিউমার্কেটে ও নূরজাহান মার্কেটে গিয়ে বেছে বেছে পছন্দের শীতের কাপড় খুবই কম দামে কিনতে পারেন। সেখানে প্রচুর কালেকশন পাবেন ও বাজেটের মধ্যেই।