লাইফস্টাইল ডেস্ক : সেরা সব ব্র্যান্ডের সাজসজ্জার জিনিস, শাড়ি-গয়না-ব্যাগসহ নারীর যাবতীয় পণ্য নিয়ে শুরু হচ্ছে মেলা ‘সিজনস ফেস্টিভ ফেয়ার’। শুক্র ও শনিবার রাজধানীর লেকশোর হোটেলের লা ভিটা হলে দুই দিনব্যাপী চলবে এই মেলা। দুদিনের ‘সিজনস ফেস্টিভ ফেয়ার’ আয়োজন করেছে অঙ্গশ্রী।
এই লাইফস্টাইল প্রদর্শনীতে থাকবে ৫০টিরও বেশি নামীদামী ব্র্যান্ড। ক্রেতাদের জন্য এক ছাদের নিচে বিভিন্ন ধরনের পণ্যকে এনে প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে এই মেলায়। এক্সক্লুসিভ সব ডিজাইনারের পোশাক, শাড়ি, গয়না, নামী বুটিক থেকে সংগ্রহ করা নজরকাড়া ব্যাগ, বাড়ির সাজসজ্জার উপকরণসহ নানান কিছু পাওয়া যাবে এখানে।
দুদিনের এই আয়োজনে উপস্থিত থাকবেন দেশসেরা ডিজাইনার, মেকআপশিল্পী, পণ্য-ব্র্যান্ড্রের স্বত্বাধিকারী, নারী উদ্যোক্তা, নারী অধিকার নেত্রী, মডেল, কোরিওগ্রাফার এবং প্রশিক্ষক। তাদের অন্যতম লিপি খন্দকার, আফরোজা পারভীন, নাজমা মাসুদ, শারমিন সেলিম তুলি, বুলবুল টুম্পা প্রমুখ। এ ছাড়া বেশ কয়েকজন প্রভাবশালী অনলাইন ইনফ্লুয়েন্সারকেও পাওয়া যাবে এ দুদিন।
২০১৭ সাল থেকে নিয়মিত এই মেলার আয়োজন করে আসছে অঙ্গশ্রী। গুলশান, উত্তরা এবং ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে এরই মধ্যে ২০টিরও বেশি আয়োজন সফলভাবে আয়োজন করেছে সংস্থাটি। অঙ্গশ্রীর প্রতিষ্ঠাতা আলিয়াহ ফেরদৌসী এই আয়োজন প্রসঙ্গে জাগো নিউজকে বলেন, ‘আমাদের প্রাথমিক ফোকাস হচ্ছে নারীর ক্ষমতায়ন, বিশেষ করে যারা নিজেদের ডিজাইন দেখানোর সে রকম কোনো প্ল্যাটফর্ম নেই তাদের একত্র করা। আমরা এই প্রতিভাবান নারীদের সঙ্গে তাদের পণ্যের গ্রাহকদের সংযোগ তৈরি করে দিতে এই আয়োজন করে আসছি। শুধু সংযোগ নয়, তাদের ব্যবসা সম্প্রসারণেও আমরা অবদান রাখতে চাই।’
শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত অঙ্গশ্রীর আয়োেজনে ‘সিজনস ফেস্টিভ ফেয়ার’ সব শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত।