তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩’র শিমুলতলা জোনাল অফিসের ডিজিএম বদলী

- Advertisement -

স্টাফ রিপোর্টার : ঢাকা পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো: মাহবুবুর রহমানকে ধামরাইয়ের কুশুরা জোনাল অফিসে বদলী করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে মো: এমায়েত হোসেনকে। তিনি কুশুরা জোনাল অফিসে ডিজিএম হিসেবে কর্মরত ছিলেন। বদলীর আদেশে তাদের আগামী ১ ডিসেম্বরের মধ্যে স্ব -স্ব কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩-এর সিনিয়র জেনারেল ম্যানেজার এম, এম, আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়েছে।

 

ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩-এর শিমুলতলা জোনাল অফিসের কর্মকর্তা, ইঞ্জিনিয়ার, লাইনম্যানের বিরুদ্ধে দালালচক্রের সঙ্গে ঘুষ বাণিজ্য, নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফুলকিসহ একাধিক দৈনিক পত্রিকায় প্রতিবেদন ছাপা হয়েছে। এ ঘটনায় গত সোমবার (২৫ নভেম্বর) ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩-এর সিনিয়র জেনারেল ম্যানেজার এম, এম, আবুল কালাম আজাদ ট্যানারী জোনাল অফিসের ডিজিএম মো: গোলাম কাদিরকে আহবায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

তদন্ত কমিটির অন্য ২ জন সদস্য হলেন, ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩-এর এজিএম (এম,এস) প্রকাশ কুমার সাহা ও ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩-এর এজিএম (অর্থ-রাজস্ব) জাহাংগীর আলম। এ কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ