অনূর্ধ্ব-২১ ফুটবলারদের সেরা পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় ‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড। ২০২৪ মৌসুমের সেই পুরস্কারটি জিতেছেন স্পেনের লামিন ইয়ামাল। স্বীকৃতি আদায়ের সঙ্গে নিজের নামের সঙ্গে রেকর্ডও জুড়ে দিয়েছেন তিনি। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল্ডেন বয় পুরস্কার জিতলেন বার্সেলোনার এই সুপারস্টার।
নারী ক্যটাগরিতে এই পুরস্কার জিতেছেন বার্সেলোনারই ভিকে লোপেজ। গতকাল বুধবার এই পুরস্কার ঘোষণা করা হয়।
২০০৩ সাল থেকে গোল্ডেন বয় অ্যাওয়ার্ড দিয়ে আসছে ইতালির ক্রীড়াবিষয়ক গণমাধ্যম টুটোস্পোর্ট। সাংবাদিকদের ভোটে এই পুরস্কার দেওয়া হয়। ইয়ামাল, বেলিংহ্যামের আগে এই পুরস্কার জিতেছিলেন আরলিং হালান্ড, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসিও।
জার্মানিতে অনুষ্ঠিত সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা তরুণ তারকার পুরস্কার জিতেছিলেন ইয়ামাল। যেখানে সর্বকনিষ্ঠ তারকা হিসেবে ইউরোর ফাইনালে যান তিনি। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোলও করেন এই তরুণ।
ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে স্পেনের সঙ্গে ইউরো শিরোপা জেতেন ইয়ামাল।