তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

টঙ্গীতে বিএনপি-যুবদলের সংঘর্ষ : গুলি ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

- Advertisement -

গাজীপুর প্রতিনিধি : টঙ্গীর এরশাদ নগরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এসময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত থেমে কয়েক দফায় এই সংঘর্ষ হয়। গুরুতর আহত হৃদয় (২৯) এরশাদনগর ১নং ব্লক আব্দুল হানিফের ছেলে। আটক মহিন (৩৮) বিএনপির কর্মী।

পুলিশ জানায়, টঙ্গীর এরশাদনগর ১নং ব্লক টেকবাড়ি এলাকায় অ্যাপার্টমেন্টে মাটি ফেলানোকে কেন্দ্র করে টিভি আনোয়ার গ্রুপ ও কামরুল ইসলাম কামু গ্রুপের মধ্যে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে হৃদয়কে গুরুতর অবস্থায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যদের নাম জানা যায়নি। 

স্থানীয় সূত্র জানায়, এরশাদ নগরের জনৈক ময়েজ উদ্দিনের বাসায় বিএনপির লোকজন হামলা করে বলে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ হয়।

এই অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা কামরুল ইসলাম কামু ও টিভি আনোয়ার গ্রুপের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে বিএনপির কর্মী হৃদয়ের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষ চলাকালে একাধিক রাউন্ড গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে সৃষ্ট আতঙ্কে এরশাদ নগরের দেকানপাট বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত এরশাদনগরে থমথমে অবস্থা বিরাজ করছিল। এ ঘটনায় মহিন (৩৮) নামে এক বিএনপির কর্মীকে আটক করেছে পুলিশ। 

এ বিষয়ে বিএনপি নেতা কামরুল ইসলাম কামু জানান, টিভি আনোয়ার, ময়েজউদ্দিন, মঞ্জু ও মোক্তাদির রহমান লিপুর নেতৃত্বে একদল সন্ত্রাসী সন্ধ্যার দিকে আমার বাড়িঘরে হামলা করে ভাঙচুর চালায়।  এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলিবর্ষণ করে।

এ বিষয়ে যুবদল নেতা মোক্তাদির রহমান লিপু জানান, কামুর লোকজন মঞ্জুর বাড়িঘরে হামলা করে ভাঙচুর করে। এ ঘটনায় তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় ৬টি অভিযোগ ও একটি মামলা হয়েছে। আমরা কারো বাড়িঘরে হামলা করিনি।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ কালের কণ্ঠকে বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। গুলি ও ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কিছু পাইনি তবে মানুষ একাধিক শব্দ শুনেছে বলে জানান তিনি।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ