তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

সিংগাইরে চেতনানাশক ওষুধ খাইয়ে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

- Advertisement -

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : চেতনানাশক ওষুধ খাইয়ে পরিবারের সকল সদস্যকে অজ্ঞান করে নগদ ৬ লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চাড়াভাঙ্গা গ্রামে আব্দুল মান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে।

গৃহকর্তার স্ত্রী শিউলি বেগম জানান, দিনের যে কোনো সময় দুস্কৃতকারীরা সুযোগ বুঝে রান্না ঘরে রাখা লবনের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে। ওই লবন দিয়ে রান্না করা খাবার খেয়ে সবাই অজ্ঞান হয়ে পড়ে। এ সুযোগে বারান্দার লোহার গ্রীল ভেঙ্গে ঘরে ঢুকে আলমারীতে রাখা জমি বিক্রির নগদ ৬ লাখ টাকা ও স্বর্ণের চেইন এবং কানের দুল লুট করে নিয়ে যায়। রাত ৩ টারদিকে ছোট মেয়ে ঐশির ঘুম ভাঙ্গলে সবাই জেগে ওঠে। এ সময় পরিবারের সকলেই ভাংচুর ও লুটপাটের দৃশ্য দেখতে পান। ভুক্তভোগী পরিবারটি মামলা করবেন বলেও গণমাধ্যম কর্মীদের জানান।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, এ ঘটনায় কেউ এখনো পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ