তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

আগ্রাসী ঝড়ে

- Advertisement -

 

 

মোঃ নিক্সন

 

আমার কিভাবে যায় দিন

জানে অন্তর্যামী,

আমার জীবন হচ্ছে আজ

চরম বিপথগামী।

প্রতিটি দিবস রজনী কাটছে

চরম উৎকণ্ঠায়,

জীবন প্রবাহ চলছে এখন

দুর্র্ধষ লুণ্ঠায়।

উত্তাল সাগরের মত আছড়ে

পড়ছে ঢেউ,

তলিয়ে যেতে চলেছি দেখার

নেই কেউ।

ভয়াল আগ্রাসী ঝড়ের বেগে

আসছে ধেয়ে,

নিমজ্জিত কালো মেঘে গেছে

জীবন ছেয়ে।

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ