তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

ইচ্ছে নদী

- Advertisement -

 

শাহজালাল সুজন

ইচ্ছে করে নদীর মতো

ঢেউ তরঙ্গে চলি,

বাঁধ ভাঙানো নদীর কথা

মাঝির কাছে বলি।

নব যৌবন নিয়ে আবার

কূল কিনারা ভরি,

শিকড় বিহীন শ্যাওলা পাতা

আঁকড়ে বুকে ধরি।

উজান ভাটির নিত্য খেলায়

যখন থাকি চরে,

কতো জনে আমার বুকে

চলে ক্ষত করে।

যুগলবন্দি মন মোহনায়

আঁকে প্রেমের ছবি,

নীল গগনের তৃষ্ণার্ত চোখ

আলো ছড়ায় রবি।

দুঃখ সুখের ঘাত প্রতিঘাত

সয়ে ইচ্ছে নদী,

হাসি কান্নার মায়াজালে

বহে নিরবধি।

 

 

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ