তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

সৌন্দর্য জাত মানিয়া চলে না

- Advertisement -

 

মুহিতুল ইসলাম মুন্না

সৌন্দর্যের কি জাত আছে বলো?

রঙের কি সীমা আছে কোনো কালে?

শ্বেত কি ম্লান, কালো তবে দুর্বল?

এমন চিন্তা সেতো মূঢ়তায় ঢলে।

ফুলের গন্ধ কই বলে জাতি,

আকাশের রং কোথায় বাঁধা থাকে?

এক পাখির গানে অন্যে কি কমতি?

যে শুনতে জানে, মুগ্ধতায় তাকে।

সৌন্দর্য যেথায় মুক্ত বাতাসে,

না মানে কাদা, না মানে বাধা,

সেখানে মানুষের এজাত গড়া,

শুধু বিভেদের দেয় কাঁটাঝড়া।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ