তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

একটু স্বস্তির নিঃশ্বাস

- Advertisement -

 

সোহরাব হোসেন,

 

হিসাবের সংসারে অঢেল পয়সা খুঁজি,

বেহিসাবি চোখের কু-নজর পড়েছে আমার কর্মে।

বৈধ অর্থে – অবৈধ অর্থ লালসার তৃপ্তির ঢেঁকুর !

হিসাব দিতে আমার দ্বিধা নেই যদি থাকতো পর্যাপ্ত।

এটা কি আসলে হিসাবের জন্য নাকি ———

অপমানের কাঠগড়ায় দাঁড় করিয়ে অপমান ?

অচিন ফলের স্বাদ কেমন জানিনা ?

অথচ ওরা বলে সুস্বাদু ফল আছে আমার ঘরে।

এসব কারসাজির প্রবণতা কেবলই আমার বেলায়

প্রবলতর উৎসাহে গতিপথে হঠাৎ বাঁধার সম্মুখীন ;

কেমনে বলি আমার উচ্চাভিলাষী সংসার  নয় ?

সামাজিক সভ্যতার বন্ধনে স্বাভাবিক মিলকরণ’ই বলা চলে।

আপনারা বেহিসাবি কালো দাগ ওয়ালা পয়সা খুঁজেন,

আর আমরা ঋতু বদলের মতোই প্রতিটি ক্ষন –

বর্ষপুঞ্জির প্রতিটি পাতায় খুঁজি একটু স্বস্তির নিঃশ্বাস।

 

 

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ