তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

হেমন্ত

- Advertisement -

 

 

হাফিজুর রহমান

 

ঋতুর রাণী হেমন্ত

স্বভাবে বেশ শান্ত

ছড়ায় ফসলের ঘ্রাণ;

কৃষক হাসে সুখে

সন্তুষ্টি নিয়ে বুকে

গায় খুশিতেই গান ৷

ব্যস্ততা কৃষক বধূর

তুলতে গোলায় ধান,

তবুও সময়টা মধুর

আনন্দে ভরা প্রাণ ৷

 

 

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ