- Advertisement -
মো: রুহুলআমিন(রকি)
তুমি মায়াবিনি তুমি ছলনাময়ী
তুমি প্রয়জনে করেছ ব্যবহার,
প্রয়জন শেষে দিয়েছো ফেলে।
তুমি কি সেই
প্রকৃতিকে সাক্ষী রেখে
দিয়েছিলে কথা,
জনম জনম বাসবে ভালো
দেবে না কখনো মনে ব্যথা।
সরল মনে করেছো আঘাত
ঢেলে দিয়েছে বিষ অন্তরে
তোমার এই মিথ্যে ছলনায়
হেরে গেল ভালোবাসা,
তুমি ছলনাময়ী হয়ে রয়ে গেলে
আমার স্মৃতিময় মন পিঞ্জড়ে।
- Advertisement -