- Advertisement -
রকিবুল ইসলাম।
আহারে বাদল ধারা!
এলে যখন অবশেষে,
এল না প্রিয়া।
প্রিয়া মোর অনুরাগী খুব
আসে অভিমান নিয়ে,
যাওয়ার ক্ষণে কাঁদিয়ে যায়,
যায় বেদনা দিয়ে।
বরষার বারি ধারা
ঝরে যেমন অঝোরে,
কাঁন্দে মোর দুনয়ন
তেমনি করে আড়ালে।
বৃষ্টির জলধারার ঠাঁই হয় খালে-বিলে,সাগরে!
মোর কোন ঠাঁই নাই
কোথাও আহারে।
তুমিত আছ বেশ সাগরে মিশে,
আশায় আশায় দিন গেল মোর
মিথ্যে স্বপ্ন দেখে।
আশাহত আমি চলে যাব এভাবেই
এই ধরাধাম ছেড়ে।
- Advertisement -