- Advertisement -
মোঃ রুহুলআমিন(রকি)
ভাদ্র মাসের শেষে
আশ্বিন মাসের শুরু
রিম ঝিম বৃষ্টি,
মেঘে ঢাকা আকাশ
ভোর বেলা ঠান্ডা হাওয়া,
উঠোনে বসে গল্পে মেতে থাকে কিশোর-কিশোরী আর বুড়ো।
দাদুর গল্পে প্রাণ ভরে যায়
মন ভরে যেত গানে,
পুরনো সেই দিনগুলো
ফিরে পেতে মন চায়
আনন্দগুলো আজও আমায় টানে।
- Advertisement -