- Advertisement -
আবুল খায়ের চৌধুরী
কত মধুর ছিল আহা
সাধের ছেলেবেলা!
ছেলেপুলে মিলে করতাম
নানান রকম খেলা।
চড়ুইভাতির আয়োজনে
ঘর বানাতাম কতো
কলা পাতার ছাউনি দিয়ে
গড়তাম মনের মতো।
পাড়াতুতো ভাই-বোনেরা
সাজুগুজু করে
ধুমধাম করে বিয়ে দিতাম
মাটির পুতুল গড়ে।
বিয়ের গীতি গাইতাম সবে
হাতে তালি দিয়ে
কোনো কোনো মা- চাচীরা
শরীক হেেতন গিয়ে।
ছেলে বেলার দিনগুলো সেই
আসবে না আর ফিরে
স্মৃতিগুলো মনের মাঝে
আজও আছে ঘিরে।
- Advertisement -