- Advertisement -
স্বপন আখন্দ
আফরান তুমি হবে বড়
বাবা-মায়ের পণ,
গড়বে জীবন নবীর পথে
আসবে সুখের ক্ষণ ।
তোমার দ্বারা হয় না যেন
কারো কোনো ক্ষতি,
ভালো কর্ম করবে যেন
স্মরণ রাখে জাতি ।
তোমার জন্য বাবা-মায়ের
হয় না যেন লাজ,
ছোট-বড় চলবে মেনে
করবে ভালো কাজ ।
তোমার জন্য হাজার দোয়া,
করি আশীর্বাদ,
হাজার বছর বেঁচে থাকো
করি ফরিয়াদ ।
- Advertisement -