- Advertisement -
আনজানা ডালিয়া
হেমন্তের এমন এক সকালে আমি তাঁকে খুঁজে পেয়েছি
চমকে উঠলাম
এ মুখ আমি গত জন্ম থেকে খুঁজছি
শার্টের হাতা গুটিয়ে রাখা
এতে যেন তাঁর ব্যক্তিত্ব জানান দিলো তুমি আমাকেই খুঁজছো।
কথা কম বলা এই মানুষটা তাঁর চাহনী দিয়েই কথা বলছে
প্রত্যেকটা নড়াচড়ায় শিল্পের কারুকাজ,
কথা বলাটাও সুরের ধ্বনি,
আর হাসি?
সে তো অনন্ত রহস্যের মায়াজাল।
- Advertisement -