তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

পরীর দেশে উড়ে

- Advertisement -

 

মাওলানা তাজুল ইসলাম নাহীদ

 

খোকন সোনা ভাবছে খুবই

বসে গাছের তলে,

যে করেই হোক চলে যাবে

ফুল পাখিদের দলে।

পাখির মত উড়বে সে যে

দিবে আকাশ পাড়ি,

থাকতো যদি ডানা আহা!

সঙ্গে দুটি তারি।

কল্পনাতে স্বপ্ন বুনে

চেয়ে আকাশ পানে,

মন ছুটে যায় বারেবারে

পাখ পাখালির গানে।

খোকন সোনার মনটা খারাপ

কিভাবে কি করে,

কোনোভাবেই পাগল মনটা

রয়না যে তার ঘরে।

হঠাৎ একদিন পরীর সনে

গেলো খোকন উড়ে,

পাহাড় পর্বত নদী নালা

দেখে আসলো ঘুরে।

 

 

 

 

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ