মহসিন আলম মুহিন
হতাশা, নিরাশা, জটিলতা, প্রতিকূলতা,
মানসিক ভাবে ভেঙে পড়ার প্রবণতা,
ভীষন কষ্ট! জীবন নষ্ট! সব দুঃখের বার্তা।।
ছোট দুঃখ, বড় দুঃখ, পাওয়ার দুঃখ, না পাওয়ার দুঃখ,
কুড়ানো দুঃখ, জমানো দুঃখ, দুঃখের ঠেলায় হারায় সকল সুখ।।
বিষ যেন হয় নীল দুঃখ, তুষের দুঃখ লাল,
মেঘের কোলে কালো দুঃখ-
থাকে চিরকাল, দুঃখের নাইরে আকাল।।
মরার দুঃখ! মারার দুঃখ, দুঃখের নাইতো শেষ,
দুঃখের সাগর, দুঃখের নদীর হতাশ পরিবেশ।।
আগের দুঃখ! মাঝের দুঃখ, দুঃখে জীবন গড়া,
বলার দুঃখ, চলার দুঃখ, দুঃখের হাতকড়া।।
কেউ কি নেবে বেঁচবো দুঃখ! সস্তা নেবো দাম,
নিয়েই দেখো কেমন ঠকো কত দুঃখের নাম।।