তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

রাইকিশোরীর আত্ম কথা

- Advertisement -

 

নূর মোহাম্মদ

আমি গ্রামের রাই কিশোরী হাওয়ায় ভেসে চলি

সুপ্ত মনের ভালোবাসা সবার কাছে বলি

ইচ্ছে হলে স্বপ্ন ডানায় উড়ি

তাইতো সদা এগাঁও ও গাঁও ঘুড়ি।

উড়ে উড়ে চলি সদা,রাঙিয়ে যায় মনে

উতাল হাওয়া লাগছে আমায় ক্ষনে

গা ভাসিয়ে সদাই চলি পথে

মনে হচ্ছে চরছি আমি রথে।

রাই কিশোরীর হাওয়ায় উড়ায় শাড়ি

ঐ পাড়াতে ছোট্ট আমার বাড়ি

পাড়ার লোকে মন্দ আমায় বলে

তা শুনিয়ে দিনগুলি যায় চলে।

মায়ের বকা বাবার শাসন করা

স্কুলেতে হয়নাই আমার পড়া

রাইকিশোরী স্বাধীন ভাবে চলি

ভয় ডর নেই হক কথা বলি।

সভ্য সমাজ আমায় চিনে রাখো

আমি যেন দুই গ্রামের শাঁখো

ভালোবাসি সবুজ বাংলা,নীলসে শ্যামল মাটি

বেঁচে থাকবো সবার মাঝে,রাইকিশোরী খাঁটি।

উড়নচণ্ডী হলেও যে, দেশকে ভালোবাসি

সবার মাঝে ফুটুক ফুলের হাসি

দেশমাতৃকার সন্তান আমি থাকবো সুখে নীড়ে

খুঁজবে আমায় হারিয়ে যাবো,লোকালয়ের ভীড়ে।

 

 

 

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ