তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

কড়া নাড়ছে অগ্রহায়ন

- Advertisement -

 

কনক কুমার প্রামানিক

 

হেমন্তের অগ্রহায়ন

কড়া নাড়ছে এসে,

নির্মল প্রকৃতি যেন

যাচ্ছে সদা হেসে।

মাঠ জুড়েই সোনালী ধান

পাকে রাশি রাশি,

দুই চোখে স্বপ্ন বোনে

চাষীর মুখে হাসি।

আমন ধান কাটা হলেই

আসবে নবান্ন,

গোলা ভর্তি সোনার ধানে

জীবন হবে ধন্য।

 

 

 

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ