- Advertisement -
ফাতেমা হারেছ রুমি
সবুজের নীড়ে রক্তিম সূর্য
আমার জন্মভূমি,
ছয় ঋতুর অপরূপ সাজে
বঙ্গমাতা তুমি।
মাঠে ঘাটে পথে প্রান্তরে
তোমার তুলনা নাই,
নদী পাহাড় বুকে জড়িয়ে
দিয়েছো তোমাতে ঠাঁই।
শ্যামল বনানী মেঠোপথে
থাকো সর্বদা কাছে,
তোমার মত স্বদেশ মাগো
আর কোথায় আছে।
- Advertisement -