- Advertisement -
জাকির আলম
ছকে বাঁধা জীবন আমার বেখেয়ালি মন
জ্বলে-পুড়ে অঙ্গার আমি হতাশার রোদন।
তিমির মাঝে ডুবে গেছি খুঁজে পাইনি কূল
পৃথিবীতে জন্ম নেওয়া ছিলো আমার ভুল।
সুখের দেখা পাইনি কভু স্বপ্ন পুড়ে ছাই
হেরে যাওয়া এই জীবনে অজ্ঞাতে হারাই।
মুখ ঢেকেছি বিজ্ঞাপনে বাঁচার নেই সাধ
নিয়তি আমার সম্মুখে বেঁধে রেখেছে ফাঁদ।
অভিশপ্ত নগর জুড়ে বাজে বিষাদ সুর
নিঃসঙ্গতার তরী বেয়ে যাবো বহুত দূর।
ধোঁয়াশার ইচ্ছেগুলো ঠোঁটের পাতায় নাশে
নরাধমের প্রেতাত্মারা খিলখিলিয়ে হাসে।
- Advertisement -