- Advertisement -
মোঃ রুহুল আমিন
শব্দের শক্তি যেমন ভাবে
ভেঙ্গে দিতে পারে
তেমন করে গড়তে পারো
শব্দের শক্তি ভারে।
দেখলে ওঁরাই ধরবে টেনে
হতাশ করে দিয়ে,
উঠতে হবে নিজের উপর
দৃঢ় বিশ্বাস নিয়ে।
শব্দের ভারে অক্ষম বললে
সক্ষম হয়ে যাও,
সবই সম্ভব নিজের থেকেই
শুনতে যদি পাও।
নিখুঁত কেহ নয়তো ভবে
ত্রুটি যুক্ত আছে,
তাইতো সবে ইচ্ছা সাহস
শক্তি নিয়ে বাঁচে।
নিখুঁত হবার সেরা সুযোগ
চাইবে লুপে নিতে,
সবার জন্যে দূত হয়ে যাও
খুশির বার্তা দিতে।
মরার আগে বাঁচতে হবে
বিশ্ব করে জয়,
নিজের সাথে কথা বললে
সফল সেতো হয়।
- Advertisement -