- Advertisement -
সাইদুল ইসলাম সাইদ
ফুলকি নামের পত্রিকাটা
রোজ সকালে উঠে,
গ্রাম পেরিয়ে শহরেতেও
যায় প্রতিদিন ছুটে।
ঝড় বলো আর ডেঙ্গু বলো
যতোই আসুক বাঁধা,
এসব তারা ভয় করে না
ভেবো না তাই গাধা।
দেশের আরও জনগণের
কথাই তারা বলে,
রাষ্ট্রটা ভাই এগিয়ে যাক
সুনাম করেই চলে।
দেশকে যারা ডুবাতে চায়
তাদের পথের কাঁটা,
সততায় আজ ফুলকি সেরা
ওদের মুখে ঝাঁটা।
- Advertisement -