লাইফস্টাইল ডেস্ক : সংসার সুখের করতে স্বামী-স্ত্রী দু’জনের মধ্যেই বোঝাপড়া ভালো থাকা জরুরি। এজন্য দু’জনেরই উচিত দু’জনের মন-মর্জি বুঝে চলা। না হলে ঝামেলা হতে পারে পদে পদে।
তেমনই কয়েকটি বিষয় আছে যা স্বামীরা আশা করেন না স্ত্রীর কাছ থেকে। সেই কাজগুলো যদি স্ত্রী বারবার করেন তখন বিরক্ত হন স্বামী। চলুন জেনে নেওয়া যাক স্ত্রীর কোন কোন কাজে বিরক্ত হন স্বামী-
একই বিষয়ে বারবার প্রশ্ন করা
কোনো বিষয় সম্পর্কে বারবার প্রশ্ন কিংবা একই বিষয় নিয়ে কথা বলা পুরুষরা পছন্দ করেন না। অনেক নারীই তার সঙ্গীকে নানা বিষয় নিয়ে কথা শোনান, এতে পুরুষরা বিব্রতবোধ করেন।
জোরপূর্বক কথা বলানোর চেষ্টা
বেশিরভাগ স্ত্রীই তার স্বামীকে চুপচাপ দেখলে নানা ধরনের প্রশ্ন করেন। এতে স্বামী বিরক্তবোধ করেন। এর কারণ হলো পুরুষরা সব বিষয় প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। হয়তো নানা বিষয়ে তারা চিন্তিত থাকেন বলেই চুপচাপ থাকতে পছন্দ করেন। এমন সময় নারী সঙ্গীর উচিত নয় তাকে জোরপূর্বক কথা বলানোর।
অবাস্তব কিছু প্রত্যাশা করা
অনেক নারীই আছেন যারা রোমান্টিক সিনেমা দেখার পর পুরুষ সঙ্গীর কাছ থেকেও অবাস্তব নানা প্রত্যাশা করেন। পুরুষরা এমন বিষয় নিয়ে সঙ্গীর অভিযোগ গ্রহণ করতে পছন্দ করেন না। এ নিয়ে অনেক দম্পতির মধ্যে অশান্তিও দেখা দিতে পারে।
মিথ্যা বলা
সূত্র: টাইমস অব ইন্ডিয়া