একটি পাখি উড়ছে দেখো নীল আকাশের পরে খোকন সোনা দেখছে সেটি আপন মনের ঘরে। ডানা ঝাপটিয়ে ছুটছে পাখি খুঁজছে নিজের আহার যেদিন তাকায় সেদিক শূন্য উঁচু-নিচু পাহাড়। হঠাৎ করে ছোট্ট পোকা দেখতে পেলো সে অমনি করে ঠোঁট বাড়িয়ে ধরলো জোরসে।
Newspaper | ePaper
একটি পাখি উড়ছে দেখো নীল আকাশের পরে খোকন সোনা দেখছে সেটি আপন মনের ঘরে। ডানা ঝাপটিয়ে ছুটছে পাখি খুঁজছে নিজের আহার যেদিন তাকায় সেদিক শূন্য উঁচু-নিচু পাহাড়। হঠাৎ করে ছোট্ট পোকা দেখতে পেলো সে অমনি করে ঠোঁট বাড়িয়ে ধরলো জোরসে।