একটি পাখি উড়ছে দেখো
নীল আকাশের পরে
খোকন সোনা দেখছে সেটি
আপন মনের ঘরে।
ডানা ঝাপটিয়ে ছুটছে পাখি
খুঁজছে নিজের আহার
যেদিন তাকায় সেদিক শূন্য
উঁচু-নিচু পাহাড়।
হঠাৎ করে ছোট্ট পোকা
দেখতে পেলো সে
অমনি করে ঠোঁট বাড়িয়ে
ধরলো জোরসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *