যুদ্ধের উদ্বেগ কম : বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম 0 18 October 29, 2024 Share FacebookTwitterPinterestWhatsApp - Advertisement -ফুলকি ডেস্ক : ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার পর আঞ্চলিক যুদ্ধের উদ্বেগ কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে জ্বালানি তেলের বাজারে। এতে এক দিনেই বিশ্ববাজারে উভয় তেলের দাম ৬ শতাংশ কমেছে। বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬.১৩ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৬৭.৩৮ ডলার। এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৫.৮০ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৭১.৫৭ ডলার। ট্রেডিং ইকোনমিকস জানায়, ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের তেল উৎপাদন কেন্দ্র ও পরমাণু অবকাঠামো ক্ষতিগ্রস্ত না হওয়ায় বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি এসেছে। - Advertisement - এ বিভাগের আরও সংবাদ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ February 24, 2024 নীরব অভিমান November 19, 2023 ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাফির নেতৃত্বে সাভারে খুন ভাংচুর লুটপাট হয়েছে August 12, 2024 দরুদ পড়ি January 15, 2024 ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সাংসদ সাইফুল ইসলাম শপথ নিলেন January 10, 2024 সাভারে নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে আ.লীগ নেতা আ. হালিমসহ গ্রেপ্তার ৪ January 11, 2024 সিংগাইরে বিএনপি কর্মী সর্মথকদের বাধার মুখে অফিস করতে পারছেন না জনপ্রতিনিধিরা August 18, 2024
ফুলকি ডেস্ক : ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার পর আঞ্চলিক যুদ্ধের উদ্বেগ কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে জ্বালানি তেলের বাজারে। এতে এক দিনেই বিশ্ববাজারে উভয় তেলের দাম ৬ শতাংশ কমেছে। বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬.১৩ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৬৭.৩৮ ডলার। এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৫.৮০ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৭১.৫৭ ডলার।
ট্রেডিং ইকোনমিকস জানায়, ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের তেল উৎপাদন কেন্দ্র ও পরমাণু অবকাঠামো ক্ষতিগ্রস্ত না হওয়ায় বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি এসেছে।