স্টাফ রিপোর্টার : সাভার পৌর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড, গেন্ডা, পাকিজা, রেডিও কলোনীসহ বিভিন্ন মহল্লায় ময়লার আবর্জনার ভাগারে পরিণত মহয়েছিলো।
এসব ময়লার ভাগাড় থেকে উৎকট দুর্গন্ধ থেকে মুক্তি পেয়েছে পৌরবাসী। সাভার পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েই সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবকর সরকার মহাসড়ক থেকে ময়লা আর্বজনা সড়ানোর উদ্যোগ নিয়েছেন। তিনি পৌরসভার কর্মকর্তাদের নিয়ে ময়লা সড়ানোর কাজ শুরু করেছেন।
জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের শুরু থেকে বাসা বাড়ি ও কলকারখানার ময়লা আবর্জনরা সরানোর কাজে বিঘ্ন ঘটে আসছিল।
৫ আগস্টের পর পৌর মেয়রসহ বেশিরভাগ কাউন্সিলরগণ আত্মগোপনে চলে যাওয়ায় ময়লা ডাম্পিং ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল। দীর্ঘদিন ধরে পৌরভবনের সামনে মহাসড়কের গেন্ডা এলাকায় ময়লা-আবর্জনা ফেলার ফলে ওই এলাকায় যে অস্বস্তিকর পরিবেশ ও দুর্গন্ধের সৃষ্টি হয়েছিল তা থেকে পথচারীরা মুক্তি পেয়েছে।
সাভার প্রথম শ্রেণির পৌরসভা হলেও ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় পৌরবাসীর দুর্ভোগ ছিল নিত্যদিনের সঙ্গী। পৌর কর্তৃপক্ষ ও পৌরবাসী সড়ক-মহাসড়কের পাশে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলতো। এতে সড়কে চলাচলকারীদের দুভোর্গ পোহাতে হতো।
সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সাভার পৌর প্রশাসক মো: আবুবকর সরকার আজ রোববার জানান, কেবল স্বল্পমেয়াদি পরিকল্পনা নয়, তিনি দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে ৩০ থেকে ৪০ বছর মেয়াদি ময়লা ডাম্পিং ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাভার পৌর এলাকায় একটি আধুনিক ও পরিবেশবান্ধব ডাম্পিং ব্যবস্থা গড়ে তোলার জন্য তিনি বিভিন্নদিক থেকে পরিকল্পনা করছেন। এই পরিকল্পনার অংশ হিসেবে ময়লা ফেলার জন্য নির্ধারিত জায়গা নির্বাচন করা এবং সেখানে আধুনিক ডাম্পিং সুবিধা চালু করার লক্ষ্যে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা চেষ্টা করছেন। এই উদ্যোগে ময়লা যাতে পুনর্ব্যবহারযোগ্যভাবে ব্যবস্থাপনা করা যায়, সে বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
এছাড়াও তিনি নাগরিকদেরকে ময়লা ব্যবস্থাপনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত করছেন। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি বিভিন্ন প্রচার কার্যক্রমও শুরু করেছেন। তিনি চান, সাভার পৌরসভা একটি পরিচ্ছন্ন, সুস্থ ও সুন্দর শহর হিসেবে গড়ে উঠুক, যেখানে ময়লা-আবর্জনার কোনো সমস্যা থাকবে না এবং নাগরিকরা স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করতে পারবে বলেও জানান তিনি।
সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সাভার পৌর প্রশাসক মো: আবুবকর সরকারের এই উদ্যোগগুলো সাভার পৌরসভার সাধারণ মানুষদের মধ্যে প্রশংসিত হচ্ছে। তার নেতৃত্বে সাভার পৌরসভায় পরিষ্কার-পরিচ্ছন্নতার একটি নতুন মানদণ্ড তৈরি হতে যাচ্ছে, যা ভবিষ্যতে অন্যান্য পৌরসভাগুলোর জন্যও দৃষ্টান্ত হয়ে থাকবে।