আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় শ্রমিক নিহত, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শিল্প পুলিশ-১ এর উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ মিয়া বাদী হয়ে সোমবার রাতে এ মামলা করেন।
মামলার পর যৌথবাহিনী অভিযান চালিয়ে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতভর এই গ্রেপ্তার অভিযান চলে।
এজাহারে বলা হয়, সোমবার আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় মন্ডল নীটওয়ার কারখানায় শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসেন যৌথবাহিনীর সদস্যরা। এ সময় কিছু দুষ্কৃতিকারী শ্রমিকদের আটকে রাখার গুজব ছড়িয়ে কারখানার বাইরে থাকা শ্রমিকদের উষ্কানি দিয়ে মন্ডল নীটওয়্যারস্ লিমিটেডের ভেতরে প্রবেশের চেষ্টা করে। কর্তব্যরত যৌথবাহিনীর সদস্যরা তাদের বিশৃঙ্খলা না করে বাসায় চলে যাওয়ার অনুরোধ করলেও তা উপেক্ষা করে যৌথবাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। ভাঙচুর করা হয় সেনাবাহিনী ও র্যাব সদস্যদের ১১টি গাড়ি।
এজাহারে আরও উল্লেখ করা হয়, উচ্ছৃঙ্খল শ্রমিক ও অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের ছোড়া গুলিতে কাউসার খান নামের এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং আরও ৪ শ্রমিক আহত হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলায় শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম, র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার আক্তারুজ্জামানসহ যৌথবাহিনীর ১০-১২ জন সদস্য আহত হন। তারা বর্তমানে সাভার সিএমএইচএ চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, মো. সাফওয়ান (২১), মো. ওমর ফারুক (২৬), মো. মিনাজুল আরেফিন (২৬), মো. মাসুদ রানা (২৫), অশোক কুমার সিংহ (৪২), মো. অপু (২৫), মো. বাদল হোসেন (৪৪), আপন চন্দ্র (২০), মো. মাজাহারুল ইসলাম (২২), মো. আশিকুর রহমান (৪০), মো. নাছির উদ্দীন (২৬), মো. হাসান আলী (২৯), মো. সাইদুল ইসলাম (২১), মো. মনোয়ার হোসেন সুজন (৩২), আ. জলীল (১৯), মো. আজীজুল ইসলাম (৪২), মো. মামুন (১৯), মো. রামীম (১৯), মো. কফিল রানা, (৩২) মো. শাহাদাত হোসেন, (২০) মো. হাসানুর রহমান (২১), মো. নাইমুল ইসলাম (২৪), মো. আল আমিন (২৪), আল ইমরান (২৯), আবু তৈয়ব (৩০), মো. সুজিত (২৮), মো. ইদ্রিস (২৩), মো. জাহিদুল ইসলাম (২২), মো. ওমর ফারুক (৩১), মো. শাকিল হোসেন (২৫), মো. মুরাদ হোসেন (৩১), মো. সুমন (২২), মো. গোলাম রাব্বী (২৪), আঃ রাকিব (২৪), আল আমিন (২৯) ও মো. আনিস খন্দকার (২৪)।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।