তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

প্রশাসনে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের সময় বাড়ল

- Advertisement -

স্টাফ রিপোর্টার : বিগত সাড়ে ১৫ বছর প্রশাসনে বঞ্চিত থাকা কর্মকর্তাদের প্রতিকার পেতে আবেদনের সময় আরও তিনদিন বাড়িয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৩ অক্টোবর পর্যন্ত বঞ্চিতরা আবেদন করতে পারবেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিয়োগ, পদোন্নতি, প্রেষণ অনুবিভাগ) মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগেও গত ২৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি, প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিবকে দৃষ্টি আকর্ষণ করে এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আবেদন দিতে বলা হয়।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ