- Advertisement -
স্টাফ রিপোর্টার : বিগত সাড়ে ১৫ বছর প্রশাসনে বঞ্চিত থাকা কর্মকর্তাদের প্রতিকার পেতে আবেদনের সময় আরও তিনদিন বাড়িয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৩ অক্টোবর পর্যন্ত বঞ্চিতরা আবেদন করতে পারবেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিয়োগ, পদোন্নতি, প্রেষণ অনুবিভাগ) মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে বঞ্চনার শিকার এবং উল্লেখিত সময়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে যথাবিহীত সুপারিশ প্রণয়নের জন্য সরকার কর্তৃক গঠিত কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বঞ্চিত কর্মকর্তাদের আবেদন দাখিলের সময়সীমা আগামী ৩ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হলো।
এর আগেও গত ২৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি, প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিবকে দৃষ্টি আকর্ষণ করে এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আবেদন দিতে বলা হয়।
- Advertisement -