তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে আরো এলাকা ‘নীরব’ হবে: উপদেষ্টা

- Advertisement -

স্টাফ রিপোর্টার : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর উত্তর-দক্ষিণে তিন কিলোমিটার ‘নীরব এলাকা’ ঘোষণার পর এ অভিজ্ঞতা রাজধানীর অন্য এলাকাতেও কাজে লাগানো হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান কার্যালয়ের সামনে তিনি বিমানবন্দর সংলগ্ন ৩ কিলোমিটার ‘নীরব এলাকা’ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি শোভযাত্রা বের হয়। পরে বেবিচকের সদর দপ্তরে বসে আলোচনা সভা।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বিমানবন্দরের উত্তর-দক্ষিণে ৩ কিলোমিটার ‘নীরব এলাকা’ ঘোষণা করেছিল গত রোববার।

ওই দিন বিজ্ঞপ্তিতে ডিএনসিসি বলেছিল, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী শাহজালাল বিমানবন্দর ও তার আশপাশের এলাকাকে (স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লো মেরিডিয়ান পর্যন্ত) ‘নীরব এলাকা’ ঘোষণা করা হল, যা ১ অক্টোবর থেকে তা কার্যকর হবে।

মঙ্গলবারের সভায় রিজওয়ানা হাসান বলেন, “পৃথিবীর আর কোনো দেশে এইরকম গাড়ির হর্ন কানকে বিদীর্ণ করে না। এটা দেশ সম্পর্কে নেতিবাচক ইমেজ তৈরি করে। আর বিমানবন্দরের ভিতরের এলাকাটা অপেক্ষাকৃত নিয়ন্ত্রিত হওয়ার কারণে এখানে আমরা মনে করেছি এই বিধি-নিষেধটা আরোপ করা সম্ভব হবে।

“এখানকার অভিজ্ঞতা নিয়ে ঢাকা শহরের অন্যান্য সড়কে, হাসপাতালের আশেপাশে, সচিবালয় এলাকায় এই কর্মসূচি চালাব।”

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ