- Advertisement -
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এদিকে চলমান শ্রমিক অসন্তোষে আজও ৫২টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) এ বিক্ষোভের ঘটনায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে দীর্ঘ সময় যানচলাচল বন্ধ থাকে।
এছাড়া গত কয়েকদিনের চলমান শ্রমিক অসন্তোষের জেরে আজকে শ্রম আইনের ১৩ এর ১ ধারা অনুযায়ী বন্ধ রয়েছে ৪৩টি কারখানা এবং ৯টি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি।
এর বাইরে সকাল ৮টার মধ্যে ডিইপিজেডসহ শিল্পাঞ্চলের সব শিল্প কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করে।
- Advertisement -