তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

মোঃ নিক্সন

পাখি উড়ে

- Advertisement -

ডানা মেলে উড়ে পাখি,
সুন্দর তাঁর দুটি আঁখি।
গাছের ডালে বেঁধে বাসা,
মনে নিয়ে কত স্বপ্ন আশা।
পাখি সুরে গায় গান,
সঙ্গীর ভরে যায় প্রাণ।
আনন্দ নিয়ে পাখি থাকে,
সুরে সুরে বন্ধুকে ডাকে।
পাখি দূরে কোথাও গেলে,
খুঁজে বেড়ায় ডানা মেলে।
পাখির সঙ্গে পাখির মান,
পাখিটাই হল পাখির প্রাণ।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ