তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

বিপুল চন্দ্র রায়

বিএ করি

- Advertisement -

আমাদের দেশটাতে অপরূপ খেলা,
জাতীয় বিশ্ববিদ্যালয় যে পড়ে,
চ্যাংড়া জোয়ান ও হয়ে যায় বুড়া।
ডিগ্রি তিন বছরে কোর্স
বছরে পর বছর হয়না শেষ।
ধৈর্যের পরীক্ষা দিতে দিতে
মেয়ে বান্ধবীর বিয়ের পালা শেষ।
শিক্ষার হাতছানি যে দিকে তাকাই,
সেশনজটে ভরপুর জাতীয় বিশ্ববিদ্যালয়।
ডিগ্রি কোর্স কমপ্লিট করতে করতে,
যেটুকু বয়স ছিল সেটুকুও শেষ।
জীবনে বেকারত্ব অভিশাপ নিয়ে,
লোকজনে ডাকে আদু ভাই,আদু ভাই।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ