- Advertisement -
আয়রে আয় খোকন সোনা
ছোট্ট সবুজ গাঁয়
সবুজ ঘেরা গাছগাছালির
আম বাগানের ছায়।
খেলবে সেথা ধুলো বালি
আরসে কাদার পিঠে
মিছে মিছি ফিরনী খাবে
লাগবে দারুন মিঠে।
খেলবে খেলা দাড়িয়াবান্ধা
সময় যাবে চলে
পুতুল বিয়ে দিয়ে কেউ
কাঁদবে চোখের জলে।
দুপুর বেলা ঘুঘু ডাকে
ঘুমপাড়ানি গানে
আয়রে আয় খোকন সোনা
গ্রাম যে-তোমায় টানে।
- Advertisement -