একাকিত্বের লড়াই করেছি নিজের সাথে
যেন আশাহীন শুকনো কাঠের তাপে নিরন্তর
পুড়েছি ব্যর্থতার ভীষণ দহনে চিতাসম।
কথার নিষ্ঠুর আঘাতে টুকরো হয়েছে কাঁচের বুক
নিত্য অশ্রু অনলে ডুবে কেটেছে সুদীর্ঘ রাত
জানিনা আর কতকাল বইবো নিয়তির বোঝা
এত অনাদর, অবহেলা, অবজ্ঞা কেন পাচ্ছি?
কেড়ে নেওয়া অধিকার বঞ্চিত প্রেমের যন্ত্রণায়।
তাহলে আমি কি প্রেমের মিছিলে পিছিয়ে পড়া,
ভালোবাসার মানচিত্রে এক সত্যের পরাজয়?
আপনা আপনিই কতই না কথা বলি
অনুতাপের গ্লানিতে ঝুঁকে যায় লতার ন্যায়
কত ব্যথা,ভুল আর ক্লান্তি জমে বুকের অলিন্দে
কেন ডুকরে কেঁদে উঠে অভিমানী মন?
কে বা রাখে তার খোঁজ একপলক উঁকি মেরে,
দিনের আলোয় কান্না লুকিয়ে মুখে রাখি হাসি।
এই চোখ জানে প্রিয়হারা রাতে কতটা ক্ষরণে
নিজেকে নিঃশেষ হতে দেখি খুবই কাছ থেকে।
ভস্ম হলো শোক মাংসের গুদামে আগুন পুষে।
দ্বিধার জ্বরে কাঁপছে মন,অন্ধকার চারপাশ,
আজ ভাতঘুম ঘোরে ঝেঁকে বসেছে মৃত্যু অসুখ।