তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

শেখ মোমতাজুল করিম শিপলু

আসল ও নকল

- Advertisement -

মনুষ্যত্ব না পাল্টিয়ে
সব পাল্টানো যায়!
ঈর্ষা মনে ধ্যান ধারণায়
মানুষ হওয়া দায়।
আবেদ করে ঈশ্বর খুশি
সর্বে তারই জয়,
লোভ লালসায় জড়ালো যে
সে-তো মানুষ নয়।
মোহের কপাট ছিদ্র করে
যেজন চেয়ে রয়,
তার দ্বীলেতে বাঁচার স্বপ্ন
নাইরে মরার ভয়।
শয়তানি যার হৃদয় জুড়ে
ষড়রিপুর মন,
চিন্তা চেতন সদা যে তার
আঁকড়ে ধরে ধন।
পরের গোপন প্রকাশ করা
মুনাফেকের কাজ,
কথায় কথায় করবে গীবত
সেজে ধর্মের সাজ।
নামাজ রোজা করবে ঠিকই
কপাল ভরা দাগ,
ছাড় দেবার নাই মনোভাব তার
আগে নেবে ভাগ।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ