- Advertisement -
প্রহসন আজ নাট্য মঞ্চে
অভিনয়ে রত,
কোন্ রোষানল অন্তরেতে
করছে এমন ক্ষত।
স্বাধীন হলো দেশটা কেবল
ত্যাগ তিতিক্ষার পরে,
আজও তুলছে নানা দাবি
নরম গরম স্বরে।
মাজার মন্দির ভাঙচুর করে
স্বাধীন দেশের বুকে,
স্বৈরাচারীর ভুত কি বাংলায়
আড়ালে রয় সুখে।
আতঙ্কেতে দেশটা এখন
জোয়ার ভাটায় দুলে,
দেশ জনতা কাঁধ মিলিয়ে
চোখ কান রাখো খুলে।
এই সুযোগে ভিনদেশিরা
করতে পারে ক্ষতি,
দাবির আওয়াজ ভুলে গিয়ে
নজর দেশের প্রতি।
- Advertisement -