গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশনে সব লোকাল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ট্রেন আটকে রেখে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
রোববার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় লোকাল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।
স্থানীয়রা বলেন, কিছু দিন ধরে রাজেন্দ্রপুর রেলস্টেশনে সব কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবি জানিয়ে আসছি। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে সকালে এলাকাবাসী রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় মানববন্ধন করেন। একপর্যায়ে জামালপুর কমিউটার ট্রেন স্টেশনে প্রবেশ করার মুহূর্তেই তারা ট্রেনটি আটকে রাখেন।
রাজেন্দ্রপুর রেলস্টেশন মাস্টার আমিনুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে এলাকাবাসী বিভিন্ন ধরনের সব লোকাল কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবি জানিয়ে এলাকায় মাইকিং করেছে। সকালে এলাকাবাসী মানববন্ধন করেন। এক পর্যায়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন আটকে রেললাইন অবরোধ করে মানববন্ধন করেন এলাকাবাসী। পরে প্রায় দুই ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে দিয়ে রেললাইন থেকে তারা সরে যান। এ সময়ের মধ্যে আরও তিনটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে ছিল।