তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

সরকারী কর্মকর্তাদের সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে : সাভারে ওয়াহিদউদ্দিন

- Advertisement -

স্টাফ রিপোর্টার : সরকারী কর্মকর্তাদের সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে তাহলে দেশ আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, সমাজে কোন বৈষম্য সৃষ্টি করা যাবে না। যার যার স্থান থেকে সমাজটাকে সুন্দর করে তুলতে হবে। অনেক ছাত্রের রক্তের বিনিময়ে দেশটা নতুন রুপে ফিরে এসেছে।

ছয় মাস মেয়াদী ৭৬তম বুনিয়াদি এ প্রশিক্ষণ কোর্সে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের পুরুষ ও নারীসহ ৩৫৪ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মোট প্রশিক্ষণার্থীর মধ্যে মেধাক্রমের শীর্ষ ২০% হিসেবে ৭১ জন প্রশিক্ষণার্থীকে মেধা সনদ প্রদান করা হয়েছে। আর কোর্সের প্রথম স্থান অধিকারী প্রশিক্ষণার্থীকে রেক্টর’স মেডেল এবং প্রথম হতে তৃতীয় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীগণকে মেরিট মেডেল প্রদান করা হয়। এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান, বিপিএটিসির রেক্টর সাঈদ মাহবুব খান উপস্থিত ছিলেন।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ