তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

যে ৯টি কাজ ও অভ্যাস স্লো পয়জনের মতো আপনার ক্ষতি করছে

- Advertisement -

স্টাফ রিপোর্টার : রোজ আমরা কত শত কাজ করি। সব কাজই কি সুফল বয়ে আনে? কিংবা সব কাজ কি উপকারী? কিছু কাজ বা অভ্যাস আছে, যেসবকে অতটা ক্ষতিকর মনে না হলেও আমাদের শরীর ও মনে ফেলে ভীষণ নেতিবাচক প্রভাব। এ ধরনের কাজ বা অভ্যাস হয়ে ওঠে স্লো পয়জনের মতো। অর্থাৎ ধীরে ধীরে এসব কাজ আমাদের স্বাস্থ্য নষ্ট করে। চলুন, জানা যাক এমন ৯টি কাজ ও অভ্যাসের কথা।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ