তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

সাভারে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত

- Advertisement -

স্টাফ রিপোর্টার : ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে হত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারে অবস্থান পালন করেছে বিএনপি।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড, থানা বাসস্ট্যান্ড, মডেল মসজিদ, বিশমাইল, জাতীয় স্মৃতিসৌধ গেইট, নয়ারহাট, পলাশবাড়ি বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অবস্থান কর্মসূচিতে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার পৌর বিএনপি সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিল আব্দুর রহমান, সাবেক কাউন্সিল খোরশেদ আলম, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাজিম উদ্দীন, বিএনপি নেতা ওবাদুর রহমান অভি, আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, ছাত্রদল নেতা সুরুজ্জামমান, স্বেচ্ছাসেবক দল নেতা এ্যাডভোকেট মহেদী হাসান মাসুম, বিএনপি নেতা মোক্তার হোসেন মন্ডল ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন প্রমুখ।

এসময় ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তবে তার অস্ত্রধারী দলীয় নেতাকর্মীরা দেশেই গাঁ-ঢাকা দিয়ে আছে। ১৫ আগস্টকে কেন্দ্র করে তারা যাতে দেশে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পরে সে দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ