স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. জাহাংগীর আলমের চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় ও জনস্বার্থে তাঁকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বিধায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি চাকরি অবসর আইন অনুযায়ী তাঁকে অবসরে পাঠানো হয়।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিবের দায়িত্ব পালন করা মো. জাহাংগীর আলমকে গত মে মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছিল। ২০২৪ সালের জাতীয় নির্বাচনের সময়ও তিনি ইসির সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
ছাত্র–জনতার গণ–আন্দোলনে হতাহতের ঘটনার পর জাহাংগীরকে সরিয়ে দেওয়ার দাবি ওঠে। আজ গণ অধিকার পরিষদ জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলমকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবি করেছে।