Home মানিকগঞ্জ জেলা সিংগাইরে ১৪ লাখ টাকার হেরোইন ও ইয়াবাসহ দু’জন গ্রেপ্তার

সিংগাইরে ১৪ লাখ টাকার হেরোইন ও ইয়াবাসহ দু’জন গ্রেপ্তার

0

মাসুম বাদশাহ সিংগাইর ( মানিকগঞ্জ) থেকে ঃ মানিকগঞ্জের সিংগাইরে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় গ্রেপ্তারকৃতদ্বয়ের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১’শ গ্রাম হেরোইন ও এক হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৬০ হাজার টাকা। শনিবার (২৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ জেলা গোয়েদা শাখা ইনচার্জ আবুল কালাম।

গ্রেপ্তারকৃতদ্বয় হচ্ছেন-সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চর-চান্দহর গ্রামের মোঃ কুরবান আলীর ছেলে মোঃ মুক্তার হোসেন (৪৭) ও চর চামটা গ্রামের মৃত আব্দুর রফিকের ছেলে মোঃ সুমন মিয়া (২৮) ।
এর আগে শুক্রবার ২৬ জুলাই রাত ১০টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের চর চান্দহর পশ্চিম পাড়া জামে মসজিদের উত্তর পাশের কাঁচা রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক টিম চান্দহর ইউনিয়নের চর-চান্দহর গ্রামে অভিযান চালিয়ে মুক্তার হোসেনের কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন ও ১হাজর পিস ইয়াবা এবং সুমন মিয়ার কাছ থেকে ২০গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।

জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম বলেন, এ সংক্রান্তে সিংগাইর থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version